বাংলা৭১নিউজ,(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় জুয়া খেলার সময় গ্রেফতার সরকারি দুই কর্মচারীসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার দুপুরে গ্রেফতার ছয় জুয়াড়িকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছয় জুয়াড়ি হলেন বানারীপাড়া উপজেলার আ. মান্নান হাওলাদার (৩৮), ইস্রাফিল ঘরামি (৪২), আ. রাজ্জাক হাওলাদার (৩১), ফখরুল ইসলাম হাওলাদার (৪০), খলিলুর রহমান ব্যাপারী (৩৪) ও শাহাদাত হোসেন (৩৪)। তাদের মধ্যে খলিলুর রহমান ইন্দের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি ও শাহাদাত হোসেন ভোলার আয়কর অফিসের কর্মচারী।
বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, মাদক ও জুয়াবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের সুমন হাওলাদারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় নগদ সাত হাজার ৮০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে জুয়া আইনের ৩ ও ৪ ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএইচ