বাংলা৭১নিউজ, ঢাকা: ৩৬তম শাহাদাৎ বার্ষিকীতে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ সকাল ১১টা ২৫ মিনিটে জিয়ার মাজারে ফুল দেন তিনি।
এসময় সেখানে জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন খালেদা জিয়া ও দলীয় নেতৃবৃন্দ।
এরপর চাল-ডাল, শাড়ি-লুঙ্গি, চিনি-ছোলাসহ ইফতার সমগ্রি বিতরণের জন্য ধানমন্ডির সুগন্ধা কমিউনিটি সেন্টারে যান খালেদা জিয়া। সেখানে এসব বিতরণ কার্যক্রম শুরু করেন। এরকমভাবে ঢাকা মহানগর দক্ষিণের ২৪টি স্পটে এসব বিতরণ করবেন খালেদা জিয়া।
মাজারে ফুল দেয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের পর ইসির রোডম্যাপ নিয়ে কথা হবে।
তিনি বলেন, দেশে এখন কোনো নির্বাচনের পরিবেশ নেই। এ অবস্থায় নির্বাচনের জন্য ইসি যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে সম্পর্কে বলতে গিয়ে ফখরুল বলেন, আগে তো রোড হতে হবে, তারপর ম্যাপ।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতে দেবে না। তাই, এবারের নির্বাচন সব দলের অংশগ্রহণে অর্থবহ একটি এক্সক্লুসিভ নির্বাচন।
মির্জা ফখরুল বলেন, জিয়ার শাহাদৎ বার্ষিকীর এই দিনে আমাদের শপথ, হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে বিএনপি চেয়ারমপারসন খালেদার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসিচব মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ।
বাংলা৭১নিউজ/সিএইস