বাংলা৭১নিউজ, ঢাকা:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘রোজার পর মানুষ নিজেরাই ঐক্যবদ্ধ হবে। এই জালেম এবং জুলুম-অত্যাচারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হবে।
ঈদের পরে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করা হবে। এজন্য জোটকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই।
অবশ্যই সেই নির্বাচন সহায়ক সরকারের অধীনে হতে হবে। হাসিনা মার্কা নির্বাচন চলবে না। সকলের অংশগ্রহণের সে নির্বাচনে আমরা হাসিনাকেও চাই।’
শনিবার ঢাকার হোটেল পূর্বাণীতে এক ইফতার পার্টিতে খালেদা জিয়া এ সব কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ( এনডিপি) এই ইফতার পার্টির আয়োজন করেন।
এনডিপির চেয়াম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস