জাল নোট কারবারি চক্রের শীর্ষ তিন সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (৫ জুন) পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
রোববার (৬ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান সিআইডির (ঢাকা মেট্রো-পূর্ব) বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা।
গ্রেফতাররা হলেন- আব্দুর রব (৪০), মো. সাইদুল ইসলাম (৪২) ও মো. শামীম রাঢ়ী (২৪)। গ্রেফতাকালে তাদের কাছ থেকে ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
কানিজ ফাতেমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির ঢাকা মেট্রো-পূর্বের একটি বিশেষ দল শনিবার রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিক থেকে দুজনকে এবং বরিশালের মুলাদী থানা এলাকা থেকে অপর একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতাররা পেশাদার জাল নোট কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগর এলাকাসহ সারাদেশে বাংলাদেশ ব্যাংক নোটের সদৃশ নোট কেনাবেচা করতেন।
বাংলা৭১নিউজ/এসএম