শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন

জার্মানির মিউনিখে হামলায় হতাহতদের প্রতি ওবামার সমবেদনা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ১০৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে বন্দুকধারীর হামলায় নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।

হোয়াইট হাউসে এক আলোচনায় অংশ নেওয়ার আগে ওবামা বলেন, ‘আমরা এখনো জানি না, সেখানে কী ঘটছে। কিন্তু যাঁরা হতাহত হয়েছেন, অবশ্যই আমাদের সিক্ত হৃদয় তাঁদের পাশে রয়েছে। যেকোনো সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জার্মানির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আনুমানিক তিন বন্দুকধারী শপিংমলে হামলা চালায়।

হামলায় নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মিউনিখ পুলিশ। এ ছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বন্দুকধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

এরই মধ্যে মিউনিখ শহরের ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে শহরের মানুষকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

অভিযানে প্রচুর পুলিশ সদস্য অংশ নিয়েছেন। হেলিকপ্টার ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছেন তাঁরা। এখন পর্যন্ত পুলিশ কোনো হতাহতের বিষয়টি নিশ্চিত না করলেও বহু হতাহতের আশঙ্কা করছে পুলিশ কর্তৃপক্ষ।

এর আগে গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর বুজবুর্গে স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে একটি ট্রেনে কুঠার ও ছুরি নিয়ে হামলা চালায় এক কিশোর।

এতে চার ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্যজন সামান্য আহত হয়েছেন। পরে হামলাকারী কিশোর পুলিশের গুলিতে নিহত হয়।

পুলিশের এক মুখপাত্রের ভাষ্য, ট্রেনটি বুজবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা করে। একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে নেমে পালায়। পুলিশ তাকে ধাওয়া করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com