শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

জামায়াতের ২৮ নারী কর্মী রিমান্ডে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নাশকতার পরিকল্পনার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন খান শুক্রবার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের এসআই নিজাম উদ্দিন জানান।

বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জামায়াতের এই নারী কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয় বলে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান।

এই মামলায় আদালতে হাজির করেজিজ্ঞাসাবাদের জন‌্য তাদের সাত দিনের রিমান্ডে চায় পুলিশ।

রিমান্ড আবেদন বাতিল করে আসামিদের জামিন চান আইনজীবী এস এম কামালউদ্দিন ও আব্দুর রাজ্জাক।

তাদের আবেদনে বলা হয়, “জামায়াতে ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল। বৃহস্পতিবার আমাদের সাংগঠনিক বৈঠক ছিল। কোনো প্রকার নাশকতার পরিকল্পনা ছিল না।”

শুনানি শেষে বিচারক জামিন আবেদন বাতিল করে জামায়াতের নারী কর্মীদের দুই দিনের হেফাজত মঞ্জুর করেন।

পুলিশের করা মামলায় ২৮ আসামি হলেন- শাহনাজ বেগম(৫৬), নাইমা আক্তার(৫৫), উম্মে খালেদা(৪০), জোহরা বেগম(৩৫), সৈয়দা শাহীনা আক্তার(৪০), উম্মে কুলসুম(৪২), জেসমিন খান(৪৩), খোদেজা আক্তার(৩২), সালমা হক(৪৫), সাকিয়া তাসলিম(৪৭), সেলিমা সুলতানা সুইটি(৪৮), হাফসা(৫৫), আকলিমা ফেরদৌস(৩৭), রোকসানা বেগম(৫১), আফসানা মিমি(২৫), শরিফা আক্তার(৫৩), রুবিনা আক্তার(৩৮), তাসলিমা(৫২), আসমা খাতুন(৩৫), সুফিয়া(৪১), আনোয়ারা বেগম(৪৬), ইয়াসমিন আক্তার(৪১), সাদিয়া(৪৫), ফাতেমা বেগম(৫১), উম্মে আতিয়া(৪৬), রুমা আক্তার(৩২), রাজিয়া আক্তার(৪২) ও রহিমা খাতুন(৩০)।

এদের মধ‌্যে যুদ্ধাপরাধে দণ্ডিত কারও কারও স্বজন রয়েছেন বলে পুলিশ কর্মকর্তা বিপ্লব জানান।

সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ তাজমহল রোডের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল‌্যাটে অভিযান চালায় পুলিশ।সেখান থেকে বেশ কিছু বই, প্রচারপত্র, সংগঠনের মাসিক রিপোর্ট ফর্ম উদ্ধার করা হয়।

উপ-কমিশনার বিপ্লব বলেন, “নাশকতার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিলেন। আমাদের কাছে খবর রয়েছে, এদের মধ্যে যুদ্ধাপরাধীদের স্বজনরাও রয়েছেন।”

তবে এই নারীরা সকাল পর্যন্ত পুলিশকে বিস্তারিত কিছু বলেনি দাবি করে সে সময় তিনি বলেন, “তাই তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।”

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com