বাংলা৭১নিউজ, সাভার প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেয়া আন্দোলনকারীদের সাথে দুপুর পৌনে ১টার দিকে পুলিশের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদশীরা জানান, পুলিশের ছোড়া টিয়ারশেলে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন অজ্ঞান হয়ে যান। এ ঘটনায় একজন সহকারী প্রক্টরও আহত হয়েছেন।
এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করেন।
বাংলা৭১নিউজ/জেএস