বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জেলা জাতীয় পার্টি আহবায়ক এ্যাড. জিয়াউল হক মৃধা ‘মা জমিলা খাতুন’ (৯২) ইন্তেকাল (ইন্না লিল্লাহে …রাজেউন)। এই ব্যাপারে এ্যাড.জিয়াউল হক মৃধা, এমপি ব্যাক্তিগত কর্মকর্তা শেখ মো. সিরাজুল ইসলাম জানান, এ্যাড. জিয়াউল হক মৃধা, এমপি ‘মা জমিলা খাতুন কয়েক দিন যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন। বুধবার বিকাল ৫.৪৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্প্রতিবার বাদ যোহর স্থানীয় কালিকচ্ছ ঈদগাহ মাঠে জানাযা শেষে নোয়াগাও গ্রামে মনমুড়া পারিবাহিক কবরস্থানে পিতা প্রয়াত শামসুল হক’র কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাযা নামাযে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহন করে।
রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’র শোক
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টি আহবায়ক এ্যাড. জিয়াউল হক মৃধা ‘মা জমিলা খাতুন’ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ শোক। জেলা জাতীয় জাতীয় পার্টি সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা কাজী মো. মামুনুর রশিদ জানান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ এক শোক বার্তায় বলেন, প্রয়াত জমিলা খাতুন ছিলেন একজন মহিয়সী নারী। তার মৃত্যুতে জাতীয় পার্টি আজ গভীর ভাবে শোকাহত। এসময় তিনি মরহুমার আত্্রার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলা৭১নিউজ/জেএস