বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করন দাবীতে মঙ্গলবার সকাল ১১ টায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছেন। প্রায় দুই শতাধিক শিক্ষক ও শিক্ষিকা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর বাজারের অলিগলি প্রদক্ষিনের পর ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আজাদ আবুল কালাম। সভাটি সার্বিক পরিচালনা করেন শিক্ষক সমির কুমার মন্ডল। সভায় মাধ্যমিক শিক্ষকদের ১১ দফা দাবী তুলে ধরে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শামসুদ্দিন আহাম্মেদ, সহ-সভাপতি বিভুতি ভূষণ ও প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন প্রমূখ। সভাশেষে ১১ দফা দাবী সম্বলিত প্রধানমন্ত্রীর বরাবর লিখিত স্মারকলিপি গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি পেশ
ফরিদপুররে মধুখালীতে মঙ্গলবার দুপুর ১২ থেকে বেলা ১টা পর্যন্ত শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি মধুখালী শাখার আয়োজনে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকায় ১১ দফা দাবী দায়ের লক্ষ্যে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষাভ সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ শাহাদত হোসেন কবিরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্ম^ারক লিপি প্রদান করেন।
উপজেলা শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটির সিনিয়র সহ সভাপতি মো. নাজির হোসেন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক মো. কবির হোসেন, রবীন্দ্র নাথ গুহ, মো. রাশেকুল আমিন, আ. মান্নান প্রমুখ।
এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষাব্যবস্থা জাতীকরন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বর্ধিতপ্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারি অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি সহ ১১ দফা দাবী মেনে নেওয়ার আহব্বান রাখেন।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
ফরিদপুরে ৪ নেতার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বিএনপি নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ। জানা যায়, গত ২৮ অক্টোবর ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক- একে কিবরিয়া স্বপন, ফরিদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ ও কৈজুরী ইউনিয়নের বিএনপি নেতা সোহরাব মোল্লাকে পুলিশের কাজে বাঁধার অভিযোগ এনে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারের দুইদিন পরে অজ্ঞাতনামা হত্যা মামলায় শোন এ্যারেস্ট দেখিয়ে দুই মাস ১০ দিন ধরে ফরিদপুর জেলা কারাগারে আটকে রাখা হয়েছে।
মঙ্গলবার জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সঙ্গে মত বিনিময় কালে বিএনপির নেত্রী চৌধুরী নায়াবা ইউসুফ এই চার নেতার মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানান। অন্যথায় ফরিদপুরে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলন করার হুমকি দেন।
বাংলা৭১নিউজ/জেএস