বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বেসরকারি শিক্ষক কর্মচারিদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারিদের নয়টি সংগঠন বিক্ষোভ কর্মসুচি পালন করেছে।
সোমবার দুপুরে ১৪ মার্চ মহাসমাবেশ উপলক্ষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসূচী পালন করেন। এতে বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, কলেজ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতিসহ মোট নয়টি সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নেন। বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি ও শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির আহ্বায়ক সমন্বনকারী মুকুন্দ কুমার দাস, সদর উপজেলার আহবায়ক হুমায়ুন কবির ,শিক্ষক কর্মচারি সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। আমরা ১১ দফা দাবিতে নয়টি সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলন করছি। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে এক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে। তৃণমুল পর্যায়ে আমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবহেলিত শিক্ষক কর্মচারি রয়েছি তাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে। তাহলেই বৈষম্যদূর হবে।
বাংলা৭১নিউজ/জেএস