বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্টিত হয়। ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এএল টির্কি ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া বিজিবি ও বিএসএফের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান, আজ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৯প্যাকেট মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে।
সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে দু দেশের বিভিন্ন জাতীয় ও ধমীর্য় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকি।
বাংলা৭১নিউজ/এমএস