জাতীয় সংসদ বহাল রেখে আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি জাতীয় সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানান।
রোববার (১৮ জুন) দুপুর সোয়া ১২টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করে দলটি। এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে গায়ের জোরে তাদের অধীনেই একটি নিয়মতান্ত্রিক নির্বাচন করতে চায়। কিন্তু জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। বরং আবারও ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের নামে প্রহসন হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ