সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস মোটরসাইকেল দুর্ঘটনা রোধে বিআরটিএ’র ৭ আহ্বান ‘ইরানে হামলা চালালে এবার পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হবে’ লন্ডনের সেই ফ্ল্যাট নিয়ে মিথ্যাচার, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ৩ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক উড়তে থাকা লিভারপুলকে আটকে দিল ইউনাইটেড চীনের পর মালয়েশিয়ায় মিললো এইচএমপিভি ভাইরাস, দ্রুত ছড়ানোর শঙ্কা মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র যে কোনো দিন পদত্যাগ করতে পারেন ট্রুডো জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

জাতিসংঘের সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় জাপান

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: রোহিঙ্গাদের জন্য কোনো সহায়তাই পর্যাপ্ত নয় উল্লেখ করে জাতিসংঘের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদে ও স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছে জাপান।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়েসু ইজুমি সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাস্তুচ্যুত জনগণকে সহায়তা ও স্থানীয় ক্ষতিগ্রস্ত কমিউনিটিকে সহযোগিতা করতে আমাদের অনেক কাজ করার আছে। একই সঙ্গে তাদের (রোহিঙ্গা) নিরাপদে, স্বেচ্ছায় এবং মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর দ্বারা নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে প্রায় আট লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এর আগেও কয়েক দফা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা। বর্তমানে মিয়ানমারের প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ে আছে।

মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের প্রচেষ্টায় জাপান সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘এই কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখতে চাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক দিক বিবেচনায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়ের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, ‘এই মানবিকতাকে আমরা শ্রদ্ধা জানাই। এ বাস্তুচ্যুত জনগণ ও স্থানীয় কমিউনিটির জন্য আমাদের এখনো অনেক কিছু করার আছে। কারণ কোনো সহায়তাই তাদের জন্য পর্যাপ্ত নয়।’

রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত স্থানীয় কমিউনিটির সহায়তায় জাতিসংঘ, জাপানিজ এনজিও ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে জাপান সরকার এরই মধ্যে ৮২.৯ মিলিয়ন মার্কিন ডলার সরবরাহ করেছে বলেও জানান এ রাষ্ট্রদূত।

এই সহায়তার পাশাপাশি স্বাস্থ্য খাত, পানি সরবরাহ, দুর্যোগ ঝুঁকি মোকাবিলা এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে জাপানের সহায়তা সংস্থা জাইকা কাজ করে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/এইচ.বি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com