শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামালের নতুন নতুন বই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৩১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: মোস্তফা কামাল সাংবাদিক হিসেবে মেধার পরিচয় দিয়েছেন। কথাসাহিত্যিক হিসেবেও পেয়েছেন জনপ্রিয়তা। কখনো উপন্যাস লিখেছেন, কখনো রম্য, কখনো সায়েন্স ফিকশন। সাহিত্যের নানা শাখায় আড়াই দশকের বেশি সময় ধরে তাঁর বিচরণ। গত বছর তার রচিত ইতিহাসভিত্তিক উপন্যাস ‘অগ্নিকন্যা’ বইমেলার অন্যতম সেরা বই ছিল।

মোস্তফা কামালের কলম সচল রয়েছে এবারও। বইমেলায় প্রকাশিত হয়েছে তার পাঁচটি বই। ইতিহাসভিত্তিক দীর্ঘ উপন্যাস ‘অগ্নিপুরুষ’, রোমান্টিক উপন্যাস ‘চন্দ্রমুখীর সুইসাইড নোট’, কিশোর ক্ল্যাসিক ‘নীলগিরিতে চার গোয়েন্দা’ শিশুতোষ বই ‘বোকাভূত’ ও সায়েন্স ফিকশন ‘বিজ্ঞানী লীরা ও এলিয়েন’।

অগ্নিপুরুষ

বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রতিকী হিসেবে অগ্নিপুরুষ হিসবে আখ্যায়িত করেছেন লেখক। শেখ মুজিবের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে এদেশের জনগণ যে বীরত্বপূর্ণ পদক্ষেপ নেয় এবং তার ফলে বঙ্গবন্ধুর বাংলার জনগণের কাছে বীরের বেশে ফিরে আসার গল্পই প্রতিটি বাক্য ও শব্দে প্রথিত হয়েছে এই উপন্যাসে। লেখকের গত বইমেলায় প্রকাশিত ‘অগ্নিকন্যা’র পরবর্তী উপন্যাসই হলো ‘অগ্নিপুরুষ।’ বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স।

চন্দ্রমুখীর সুইসাইড নোট

প্রেমের সম্পর্ক যার কাছে ঠুনকো এক সম্পর্ক হিসেবে বিবেচিত ছিল সেই কিনা বিশ্ববিদ্যালয় জীবনে গভীর প্রেমে হাবুডুবু খেলো। সেই গভীর প্রণয় পরিণত হলো পরিণয়ে। শেষ বেলায় এটাই বোধগম্য হয় যে বিয়েটি ভুল সিদ্ধান্ত ছিল উচ্চবিত্ত ঘরের মেয়ে চন্দ্রমুখীর? পরিণয় কি গড়াবে আত্মহননের দিকে? লেখক মোস্তফা কামালের প্রেমের উপন্যাস ‘চন্দ্রমুখী’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

নীলগিরিতে চার গোয়েন্দা

মোস্তফা কামালের দুর্দান্ত কিশোর ক্ল্যাসিক ‘নীলগিরিতে চার গোয়েন্দা।’ মামাকে নিয়ে চার কিশোর গোয়েন্দা ছুটে যায় পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে। কেন না রবিন ও তাঁর মামা স্বপ্নে পাহাড়ের বুকে দেখেছিল এক রাজপ্রাসাদ। অভিযানে শুরু হয় নানা সংকট। পাহাড়ের ঢাল থেকে পড়ে গিয়ে রবিন ও সাগরের অলৌকিকভাবে বেঁচে যাওয়াসহ অদ্ভুত সব সমস্যা তাদের হতাশা বাড়ায়। কিন্তু অভিযান শেষ করে কি তারা ঢাকা ফিরে আসবে? বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

বিজ্ঞানী লীরা ও এলিয়েন

বিজ্ঞানী লীরা আবিস্কার করে তার ল্যাবরেটরিতে নিজের কম্পিউটারে এক অদ্ভুত লোক বসে আছে। কেন না এই ল্যাবরেটরিতে তার ক্লোন ছাড়া আর কারো প্রবেশাধিকার নেই। বিস্ময় নিয়ে জানতে চায় তাঁর পরিচয়, লোকটি জানায় সে অন্যগ্রহের প্রাণী। হঠাৎ কোত্থেকে এসে লীরাকে ভয় গ্রাস করে ফেলে। এরপর? মোস্তফা কামালের সায়েন্স ফিকশনটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স।

বোকা ভূত

এক অপরিচিত এক ছেলেকে নিজেদের গ্রামে ঘোরাঘুরি করতে দেখে রাফি জানতে চায় নাম কি। ছেলেটি জানায় জনি, পরিচয় জানতে গিয়েই জানা গেল সে আসলে ভূত। কিন্তু রাফিদের গ্রামে কেন এই ভূত? প্রশ্নোত্তরের মাঝেই জনি উধাও হয়ে যায়। এরকম অনেকগুলো ভূতের গল্প নিয়েই বোকাভূত। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশন্স।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com