বাংলা৭১নিউজ, ঢাকা: গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা পরিবার নয় জনগণই দেশের প্রকৃত রাজা।’
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রসক্লাব মিলনায়তনে আমরাও নাগরিক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘গরিবের জন্য বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বস্তিবাসীদের উদ্দশে ড. কামাল বলেন, ‘আপনারা কেউ অসহায় না। কারণ বঙ্গবন্ধুই আপনাদের স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র দিয়ে রাজা বানিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হলো- তিনি (বঙ্গবন্ধু) আমাদের যা দিয়ে গেছেন সেটা রক্ষা করা।’
তিনি বলেন, জনগণের বিজয় একবার নয়, বারবার দেখেছি। আগামী দিনেও জনগণের বিজয় হবে।
মাটি ও মানুষের সাথে বঙ্গবন্ধু গভীর সম্পর্ক ছিল উল্লেখ করে সংবিধান প্রণেতা বলেন, যদি ফাঁসির মঞ্চেও তিনি যেতেন, তবুও জনগণের অধিকারের প্রশ্নে আপোষ করতেন না। তিনি ছিলেন জনগণের নেতা। আশা ভরসার জায়গা।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা ভেবেছিল, তাকে খুন করলে তার অনুসারীরা খুনিদের কাছে আত্মসমর্পন করবে। তাদের সে ধারণা ভুল ছিলো।
গণফোরামের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মো. সাইফের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জি এম কাদের, সংগঠনর প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাবেক সহ সভাপতি জগলুল হায়দার প্রমুখ।
বাংলা৭১নিউজ/এস