বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

জঙ্গীবাদীরা মা ও শিশুর তোয়াক্কা করে না : তথ্যমন্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৭ মে, ২০১৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, এই মুহূর্তে মা ও শিশুর জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো জঙ্গীবাদ। জঙ্গীবাদীরা নির্মম ও নির্দয়। এরা মা ও শিশুর তোয়াক্কা করে না।

তিনি আজ মঙ্গলবার রাজধানীতে শিশু বন্ধু স্বর্ণপদক ও ডা. এম আর খান এন্ড আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদক ২০১৫ ও ২০১৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের আয়োজনে মিরপুরে প্রতিষ্ঠানটির ভবনে এ অনুষ্ঠান হয়।

শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের সভাপতিত্বে এ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

অনুষ্ঠানে ২০১৫ ও ২০১৬ সালের জন্য শিশু বন্ধু স্বর্ণপদকপ্রাপ্ত ২টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে ইউনিসেফ ও বাংলাদেশ প্যাডিয়েট্রিক এসোসিয়েশেন। আর ২০১৫ ও ২০১৬ সালে ড. এম এর খান এন্ড আনোয়ারা ট্রাস্ট স্বর্ণপদকপ্রাপ্ত দু’জন চিকিৎসক হলেন যথাক্রমে প্রফেসর ডা. এম কিউ-কে তালুকদার ও প্রয়াত অধ্যাপক ডা. এসএম শাহনাওয়াজ বিন তবিব। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে স্বর্ণপদকের পাশাপাশি এক লাখ টাকার চেক ও একটি করে সম্মাননা পত্র দেওয়া হয়।

তথ্যমন্ত্রী বলেন, মা ও শিশুর জন্য প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, জঙ্গীবাদ ও দারিদ্র ঝুঁকি হিসেবে কাজ করছে। তিনি বলেন, জাতিকে সুস্থ্য রাখতে হলে মা ও শিশুর সুস্বাস্থ্য রক্ষায় যতœবান হতে হবে।

শিশু ও নারীর প্রতি পুরুষদের আরো যতœবান হওয়ার পরামর্শ দিয়ে ইনু বলেন, যারা মা ও শিশুকে পরিত্যক্ত করে তারা মহাঅপরাধী ও অকৃতজ্ঞ। তিনি বলেন, সভ্যতাকে এগিয়ে নিতে হলে নারীদের সম্মান জানাতে হবে।

শিশুর যথাযথ শিক্ষা ও চিকিৎসা না হলে বিকাশ বাধাগ্রস্ত হয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, শিশুদের বিষয়ে সবসময় বাবা-মা, শিক্ষক ও চিকিৎসকদের সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বয়সন্ধিক্ষণে মেয়ে শিশুদের পরিস্কার-পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বয়সন্ধিক্ষণের মতো প্রাকৃতিক পরিবর্তন নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত।

তিনি মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া ও ২০ বছরের আগে সন্তান না নেওয়ার বিষয়ে মত দিয়ে বলেন, এটি বজায় রাখতে পারলে জাতি ও সমাজ উপকৃত হবে।

বাংলা৭১নিউজ/আরএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com