শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫ নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি উন্নয়নের লক্ষ্যে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার মিসাইলের আঘাতে ভূপাতিত হয় ওই বিমান শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

জঙ্গিদের কোমর ভাঙা, তারা সুসংগঠিত নয় : ডিআইজি শফিকুল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বলেছেন, জঙ্গিদের কোমর ভেঙে দেয়া হয়েছে। তারা এখন আর সুসংগঠিত নয়। তারপরও আমরা তাদের কোনো তথ্যই উড়িয়ে দেই না। যখনই কোনো তথ্য পাচ্ছি তখনই কাজে লাগাচ্ছি। এই মুহূর্তে সারা বাংলাদেশেই পুলিশ সচেতন রয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি অপারেশন্স-১) সাইদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে জঙ্গি হামলার আশঙ্কা করা হয়। চিঠিতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আদলে গঠিত নব্য জেএমবি বাংলাদেশে হত্যাকাণ্ড, নাশকতা অথবা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ সব সময়ই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার। জঙ্গিদের মূলৎপাটন করা হয়েছে। তারপরও টুকিটাকি যে তথ্যগুলো আমাদের কাছে আসে সে অনুযায়ী আমরা বরিশাল বিভাগের সব জায়গায়ই সচেতন রয়েছি, সতর্ক রয়েছি।

তিনি বলেন, বরিশাল রেঞ্জে বিভিন্ন প্রজাতির ফলদ এবং ওষধি ১০ হাজার চারা রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সব ধরনের কর্মসূচিই শিথিল করা হয়েছে।

ডিআইজি শফিকুল বলেন, গাছ পরিবেশের বন্ধু, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বেশি করে ফলদ গাছ লাগালে পুষ্টির ঘাটতি কমবে। ওষধি গাছ লাগালে প্রকৃতিক সুরক্ষা পাওয়া যাবে। সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এ সময় ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, কাজী মো. সোয়াইব, এমএম মাহমুদ হাসান, গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেআই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com