বাংলা৭১নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ‘জঙ্গি আস্তানায়’ কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে সেখান থেকে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যক্রম ছিল। বাড়িটি আমাদের নজরে ছিল।
তিনি বলেন, আজ বিকাল ৫টার দিকে জেলা পুলিশের সহায়তায় পোড়াহাটি গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বাড়িটির ভেতর বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে।
প্রলয় কুমার জোয়ার্দার আরও বলেন, বাড়িটি তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইড ভেস্ট, প্রেশার কুকার বোমা, ২০ কন্টেইনার রাসায়নিক এবং প্রচুর পরিমাণ আইইডি ও ডেটোনেটর পাওয়া গেছে।
এর আগে আজ বিকাল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনে পাড়ার একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, পুলিশের পাশাপাশি পোড়াহাটি গ্রামের মোড়ে মোড়ে সোয়াট, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।
তবে বিস্ফোরক উদ্ধারের খবরের বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারা কোনো কথা বলেননি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, পুলিশ র্যাব ও সোয়াট টিমের সদস্যরা বাড়িটি ঘেরাও করেন। তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।
পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ জানান, ঠনঠনে পাড়ার ওই বাড়িটি আবদুল্লাহ নামের এক ধর্মান্তরিত মুসলমানের। তিনি কিছুদিন আগে ধর্মান্তরিত হয়েছেন। বেশ কিছু দিন আবদুল্লাহকে এলাকায় দেখা যায়নি।
বাংলা৭১নিউজ/এম