বাংলা৭১নিউজ,ঢাকা: মিরপুরে ১৩৯ বলে দাপুটে শতক হাঁকিয়ে ব্যক্তিগত ১০৪ রানে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। এটি তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক। এরপর চার ওভার বাদে সাজঘর ধরেন মুমিনুল (৬৬)। দেখতে দেখতে চলে যান রিয়াদও। এরপর মুশফিকও ফেরেন অল্পতে। সাব্বিরও ধাক্কা সামলে উঠতে পারেনি (০)। এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২০২।
এদিন শুরুতে পুরো খোলসের ভেতর ছিলেন তামিম। ১৯ বলের মাথায় প্রথম রানের খাতা খোলেন। এরপর ৬০ বলে অর্ধশতক হাঁকান।
মুমিনুলের সঙ্গে তামিম আজ আগের একটি রেকর্ড ছাড়িয়ে যান। দুজনে ১৭০ রানের জুটি গড়েন।
২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ১৫৭ রানের জুটি গড়েছিলেন দুজন। মজার ব্যাপার হলো সেটিও ছিল এই অক্টোবরে। সেই জুটি ছিল তৃতীয় উইকেটে। এবার দ্বিতীয় উইকেটে।
দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান ২৩২। সেটি করেছিলেন শামসুর রহমান এবং ইমরুল কায়েস।
এদিন লাঞ্চের পর মুমিনুল অর্ধশতক তুলে নেন। ১৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার ১০তম অর্ধশতক।
বাংলা৭১নিউজ/সি