বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

ছোরা হাতে এএসআই, পরিস্থিতি নিয়ন্ত্রণ ‘কৌশল’!

কুমিল্লা প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

রাতের একটি ভিডিও। একজনকে জাপটে ধরে রেখেছেন এক পুলিশ সদস্য। আরেক সদস্য বড় ছোরা হাতে নিয়ে ধাওয়া করছেন সংঘর্ষে লিপ্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬ সেকেন্ডের এই ভিডিওটি এখন ভাইরাল।

ঘটনাটি কুমিল্লার দ্বেবীদ্বারে এক ইউপিতে নির্বাচনী সহিংসতার।

জানা যায়, উপজেলার ১৩ নম্বর ধামতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শনিবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

নির্বাচনী অফিসে ঢুকে নৌকা প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দিনের ওপর স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন মিঠুর (আনারস) নেতৃত্বে এ হমলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নৌকার নির্বাচন সমন্বয়ক ওমর ফারুক বাদী হয়ে থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। এতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো সাদেকুর রহমান সরকারসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার সময়ের ১৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ফুটেজে থানার এএসআই মো. আনোয়ার হোসেনকে একটি ছোরা হাতে দেখা গেছে। ওই ছোরার উল্টো পিঠ দিয়ে এক ব্যক্তিকে আঘাত করতেও দেখা যায়।

kalerkantho

তবে পুলিশের দাবি, এএসআই আনোয়ার হাতের ছোরাটি সংঘর্ষের সময় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত। এএসআই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নৌকা প্রতীকের সমর্থক দুলাল ও আনারস প্রতীকের সমর্থক রুবেল আহমেদকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নৌকা প্রার্থী জসিম উদ্দিনকে ৫০ হাজার ও স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মিঠুর থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে আটককৃতদের ছেড়ে দেন।

নৌকা প্রতীকের প্রার্থী মো. জসীম উদ্দিন বলেন, ‘রাত ১১টায় চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন মিঠু এবং সাবেক ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান সরকারের নেতৃত্বে সন্ত্রাসীরা নৌকার নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় আমার ১৫/১৬ জন কর্মী আহত হয়েছেন। পরে রাত সাড়ে ১১টার দিকে এএসআই মো. আনোয়ারের নেতৃত্বে পুনরায় হামলা চালানো হয়। এ সময় তার হাতে বড় ছোরা ছিল। ‘

দেবীদ্বার সার্কেল এএসপি আমিররুল্লাহ একজন বিশেষ প্রার্থীর সমর্থনে কাজ করে যাচ্ছেন বলেও অভিযোগ করেন জসীম উদ্দিন।

kalerkantho

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মহিউদ্দিন মিঠু বলেন, ‘আমি ও সাবেক চেয়ারম্যান সদেকুর রহমান সরকার রাত ৯টায় নৌকার প্রার্থীর বাড়ি সামনে আমাদের নির্বাচনী (আনারাস) কার্যালয়ে যাই। এ সময় নৌকার সমর্থকরা আমার ওপর হামলা করতে চড়াও হয়। নিরাপত্তার স্বার্থে এই ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এএসআই আনোয়ার হোসেনকে ফোন করে আমাকে উদ্ধারে আহ্বান জানাই। তিনি পুলিশ নিয়ে আমাদের উদ্ধার করেন। ‘

তবে এ ব্যাপারে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. আমিরুল্লা, দেবীদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান এবং এএসআই মো. আনোয়ার হোসেনের মোবাইলে শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত একাধিকবার ফোন দিলেও তাঁরা রিসিভ করেননি।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. মারুফুর রহমান বলেন, দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ওসিসহ আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ সময় একজন সমর্থকের হাত থেকে একটি বড় ছোরা উদ্ধার করার সময় তিনি পালিয়ে যান। পরে ওই ছোরা হাতে এএসআই আনোয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ছোরাটি ঘোরাঘুরি করার দৃশ্যটি স্থানীয় সিসি ক্যামেরায় ধরা পরে। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই দৃশ্যটি দেখলে মনে হয় এএসআই নিজেই ছোরা হাতে হামলা করছে। আসলে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com