রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট যেন সংসদে ফিরে আসতে না পারে: বদিউল আলম বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু মঙ্গলবার থেকে অবৈধ অভিবাসীদের গণগ্রেপ্তার শুরু যুক্তরাষ্ট্রে লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২ বিপ্লব বেহাত হয়নি, জন-আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করছে সরকার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প নিয়ে নতুন কর্মপরিকল্পনা যেকোনো উপায়ে সাধারণ মানুষের ভোট প্রদানের অধিকার থাকতে হবে প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমান ক্রয়ে আগ্রহী বাংলাদেশ ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অবদান অবিস্মরণীয়’ আর জি করে ধর্ষণ-হত্যা স্থানীয় আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় ইরানে সুপ্রিম কোর্টে ২ বিচারককে গুলি করে হত্যা ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু ইউক্রেনীয় সেনাদের হাতে ১২ ভারতীয় নিহত, নিখোঁজ ১৬ দুর্নীতির মামলায় কেউ ছাড় পাবে না: দুদক মহাপরিচালক সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে: স্বাস্থ্য উপদেষ্টা তিনবার দলবদলের রেকর্ডগড়া ডেনিস ল’র মৃত্যু গত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল ট্রাম্পের অভিষেকে বরফের বাগড়া, অনুষ্ঠান হবে ইনডোরে

ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্তির চেষ্টা করছি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। সেই সঙ্গে টিসিবির টিকিট সাইজও ছোট করার চেষ্টা চলছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসির কার্নিভ্যাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ আয়োজিত শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের দাম বাড়িয়ে এর আওতা বাড়ানো সম্ভব। তবে এখন টিসিবির পণ্যের দাম বাড়ানো হলে ব্যাপক সমালোচনা হবে। এই চিন্তাগুলো সাহসের সঙ্গে করতে হবে।

দীর্ঘদিন ধরে টিসিবির পণ্যের মূল্য সমন্বয় করা হয়নি জানিয়ে তিনি বলেন, এটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। আমরা রাজনীতিবিদ না। আমরা কী দীর্ঘমেয়াদে ১৭৫-১৮০ টাকায় তেল কিনে ১০০ টাকায় বিক্রি করব, নাকি ১২৫-১৩০ টাকা করে ১ কোটির জায়গায় দেড় কোটি বা ২ কোটি টাকায় প্রসারিত করব। এই চিন্তাগুলো আমাদের সাহসের সঙ্গে করতে হবে। যদি তা না করি তাহলে আমরাও একই বৃত্তে থেকে যাব।

কাল যদি আমরা টিসিবির পণ্যের দাম বাড়াই, ‘অফকোর্স দেন ইউ গেট বোম্বাডেট ইন টু এ ডিফারেন্ট লেভেল’— বলেন এই উপদেষ্টা। 

শেখ বশিরউদ্দিন বলেন, ১ কোটি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এটাকে যখন ডিজিটাইজড করেছি তখন দেখেছি ৩৭ লাখ কার্ডধারী ভুয়া। বৃহৎ কিছু প্রতিষ্ঠান টিসিবির টেন্ডারে অংশ নিতে পারে। টিসিবির আকার, পেমেন্ট পলিসি, টিসিবির আর্থিক অবকাঠামো চলছে বাণিজ্যিক ঋণে, যা টেকসই নয়।  

টিসিবির সেবাগ্রহীতা কমানোর কথা বলে তিনি বলেন, আমরা টিকিট সাইজ ছোট করার চেষ্টা করছি। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে টিসিবির সঙ্গে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। যাতে টিসিবি যে পণ্যটা কেনে সেটির মানটা ভালো হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ।

উমামা ফাতেমা বলেন, গত ১৫ বছরে উন্নয়নের গালগল্প শোনানো হয়েছে। সরকারি পরিসংখ্যানের সাথে বাস্তব চিত্রের মিল নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের কি কি চুক্তি হয়েছে তা আমাদের জানা দরকার, আমাদের শোষণ করা হয়েছে, ভারতের অঙ্গরাজ্যে আমাদের পরিণত করা হয়েছিল। সরকার এখনো এই বিষয়গুলোতে গুরুত্ব দেয়নি। 

তিনি বলেন, আমলাদের সুবিধা দেওয়া হয়েছে নানাভাবে, কিন্তু তারা কাঠামো নষ্ট করেছে, তাদের শাস্তি হওয়া উচিত ছিল। যারা টাকা পাচার করেছে, দেশের ভেতরেও আছে তাদের টাকা। সেখান থেকে টাকা উদ্ধার করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে খরচ করা উচিত বর্তমান সরকারের।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, সরকার কোনো একটি খাতকে গুরুত্ব না দিয়ে সম্ভাবনাময় অন্যান্য খাতকে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করবে বলে আশা করি। সরকারিভাবে ১০০ ইকোনমিক জোন হবে না, সেটা ৫টায় নামিয়ে এনেছি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com