ছেলের বন্ধুর হাতে খুন হয়েছেন বগুড়ার শিবগঞ্জের সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগম। পুলিশ বলছে, ছেলের সঙ্গে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
নারগিছ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তারের পর সোমবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়ার মো. মুন্না মিয়া (২২) ও পশ্চিমপাড়ার বাসিন্দা মো. খালেদ হাসান (২২)। তারা দুজনই নিহতের ছেলের বন্ধু।
এর আগে, রোববার বিকেলে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
ব্রিফিংয়ে আবদুর রশিদ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। পরে অভিযান চালিয়ে রাতেই খালেদকে তার বাসা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্নাকে আটক করা হয়।’
তিনি বলেন, ‘‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছেন, তারা দুজনই নিহত নারগিছের ছেলের বন্ধু। তারা একসঙ্গে বসে মাদক সেবন করতেন। নারগিছের ছেলে আজিজুল বর্তমানে বগুড়া শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন।’’
আবদুর রশিদ বলেন, ‘রোববার সকালে নারগিছ আরা তার রায়নগর মধ্যপাড়ার বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরেই মুন্না ওই বাড়িতে প্রবেশ করে নারগিছকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। ওই সময় বাড়ির সামনে পাহারায় ছিলেন খালেদ।’
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজিজুলের সঙ্গে মাদক বা অন্য কোনো বিষয় নিয়ে দ্বন্দ্বে তার মাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করবেন।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হাসান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএইচ