বাংলা৭১নি্উজ, ডেস্ক : ছেলে সেঞ্চুরি না পাওয়ায় ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাবা। মঙ্গলবার ভারতের কলকাতার টাউন মাঠে এ ঘটনা ঘটে।
সিএবি ক্রিকেট লীগে শরৎ সমিতি ও সাবার্বানের মধ্যে খেলা চলছিল। সাবার্বানের ক্রিকেটার তূর্য সাহা বেশ ভালই ব্যাট করছিলেন। তূর্যর বাবাসহ অনেকে যখন সেঞ্চুরির গন্ধ যখন পেতে শুরু করেন তখন ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে যান তূর্য। ছেলে আউট হওয়ার পর বাবা ঢলে পড়েন মৃত্যুর কোলে।
তূর্যের বাবা তুলসী সাহা একজন ক্রীড়াপ্রেমী। ছেলেকে বড় ক্রিকেটার বানানোর ইচ্ছা ছিল তার। গত বছরও ছেলের খেলা দেখার জন্য মাঠে নিয়মিত হাজির হয়েছিলেন। ছেলের সবক’টি ম্যাচই মাঠ থেকে দেখেছিলেন তিনি ।
মঙ্গলবার সোদপুর থেকে বাইক চালিয়ে নির্দিষ্ট সময়ে টাউন মাঠে পৌঁছেন তুলসী সাহা। খেলা শুরুর আগে সাবার্বানের এক কর্তাকে তুলসী সাহা বলেছিলেন, ‘হৃৎপিণ্ডে একটা সমস্যা ধরা পড়েছে।’
জানা যায়, ছেলে আউট হয়ে ফিরতেই মাঠের বাইরে চেয়ারে বসে থাকা তুলসী সাহা এলিয়ে পড়েন মাটিতে। তাকে পড়ে যেতে দেখে ঘটনাস্থলে ছুটে যান সুবার্বানের কর্তারা।
তারা মনে করেন, তুলসী সাহার রক্তে সুগার লেভেল কমে গিয়েছে। তাই মাঠেই চিনি খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু এতে কাজ হয়নি। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মারা যান তুলসী সাহা।
তূর্যের বাবা মারা যাওয়ার পরও খেলা বন্ধ হয়নি। তবে বাবার নিথর শরীর নিয়ে তূর্যকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
বাংলা৭১নি্উজ/সি