রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

ছাত্রলীগের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় যুবলীগের ২নেতাসহ ১৬জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ৩

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার গাজিপুরস্থ কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করে ভাংচুরের ঘটনায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম সারোয়ার বাবু ও তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম মুরাদসহ ১৬জনকে আসামী করে তিতাস থানা মামলা নং-১০, তাং-২৩/০৭/২০১৭ ইং দায়ের করা হয়েছে বলে তিতাস থানার এস আই কমল মালাকার সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে জসিম, মহসিন ও রুবেলকে গ্রেফতার করেছে।
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গ দলের নেতাকর্মী ও এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। ক্ষুব্দ নেতাকর্মীরা হামলাকারী হোতাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী নজরুল ইসলাম অফিসে বসে একটি প্রোগ্রামের ব্যাপারে ফোনে নেতাদের সাথে কথা বলছিল। এসময় যুবলীগের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অফিসে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে অফিসের চেয়ার-টেবিল ও বঙ্গবন্ধু -প্রধানমন্ত্রীর ছবি পদদলিত করে ভাংচুর করে। এসময় নজরুল বাধা দিতে গেলে তাকে ব্যাপক মারধর করেছে। এখবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল গেলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

jasim molla 23 july2-------------

এদিকে ঘটনার পর পরই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গদলের নেতাকর্মীসহ এলাকার শত শত মানুষ ঢাকা-হোমনা সড়ক অবরোধ করে হামলার প্রতিবাদ জানান। এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গদলের নেতাকর্মীদের অভিযোগ জেলা যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু ও উপজেলা যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম মুরাদ এখানকার আওয়ামী রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে। নেতাকর্মীরা বলছেন, বছর দেড়েক আগে যুবলীগের এই দুই নেতার নেতৃত্বে তিতাস থানার এসআই জহিরকে ধরে আনতে থানা ঘেরাও করেছিল।
এই ঘটনায় পুরো এলাকার রাজনৈতিক মহলে তোলপাড়ের সৃষ্টি হয়। এছাড়াও তিতাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের আগের দিন উপজেলা পরিষদের সামনে সারোয়ারে হোসেন বাবুর মামা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে। প্রধানমন্ত্রীকে অকথ্য গালমন্দের বিষয় তুলে ধরে স্থানীয় আওয়ামী লীগ জেলা কমিটিকে লিখিতভাবে জানিয়েও কোন ফল হয়নি। ফলে তারা মামা-ভাগিনা ও ভতিজা মুরাদ আরো বেপরোয়া হয়ে উঠে। স্থানীয় আওয়ামী লীগের আজকের এই অরাজক পরিস্থিতির জন্য নেতাকর্মী ও এলাকাবাসী এই তিন নেতাকে দায়ী করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com