বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান (২০)। তকে উদ্ধারের দাবিতে মানববন্ধন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগ। টিপুর পরিবার ও বন্ধুদের অভিযোগ সাইলকোনা স্পোর্টিং ক্লাবের দখল নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের সাথে তার বিরোধের জেরে তাকে অপহরন করা হয়েছে।
গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে সাইলকোনার নিজ বাড়ি থেকে সাইলকোনা বাজারে আসেন টিপু সুলতান। এসময় দুইটি মটর সাইকেলে আসা কয়েকজন তাকে তুলে নিয়ে নাটোরের দিকে আসে। এরপর থেকে তার সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ওই দিন বিকেলেই টিপুর পিতা শাহজাহান আলী বাগাতিপাড়া থানায় অভিযোগ করলেও ৫ দিনেও পুলিশ সন্ধান দিতে পারেনি। আর টিপুর সন্ধান পেতে শনিবার দুপুরে মালঞ্চি বাজারে মানববন্ধন করে বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগ।
তবে টিপুর পরিবার ও তার বন্ধুদের অভিযোগ, টিপুর দখলে থাকা সাইলকোনা স্পোর্টিং ক্লাবের দখল নেয়ার চেষ্টা করছেন ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। এনিয়ে টিপুর সাথে চেয়ারম্যানের দ্বন্দ রয়েছে। এর প্রেক্ষিতে চেয়ারম্যান সম্প্রতি সাইলকোনা বাজারে লুটের অভিযোগে টিপুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেিেছলেন। ঘটনাটি মিথ্যা প্রমানিত হয়। আর এই জেরে চেয়ারম্যানের ইঙ্গিতেই এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত টিপুর সন্ধান দিতে প্রশাসনের প্রতি দাবি জানান।
তবে চেয়াম্যান জহুরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, তার পরিবারের সদস্যরাই টিপুর সন্ধান জানে। বাগাতিপাড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, টিপুর সন্ধানের চেষ্টা চলছে। স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ জানান, টিপুকে সন্ধানের জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস