চীনে ‘সান আমব্রেলা’ নামে একসেট ছাতার আকাশ চুম্বি দাম ধরেছে পশ্চিমা বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড গুচি ও অ্যাডিডাস। দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার একশ’ ইউয়ান। যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ৪৩ হাজার টাকা। এ ছাতাটি সূর্যের তাপ আটকালেও, আটকাতে পারছে না বৃষ্টির পানি। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটি।
ছাতাটির বিষয়ে গুচির ওয়েবসাইটে বলা হয়, ছাতাটি পানি আটকানোর জন্য নয়, এটি সূর্য থেকে সুরক্ষা কিংবা সজ্জার কাজে ব্যবহার করা যাবে। আগামী মাসে ছাতাটি বাজারে ছাড়া হবে। তবে আগেই অনলাইন প্রচারের জন্য ছাতাটির ছবি প্রকাশ হয়েছে।
ছাতাটি চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম উইবুতে ভাইরাল হয়েছে। এরই মধ্যে ১৪ কোটিরও বেশি বার দেখা হয়েছে ছাতাটি। এক ব্যবহারকারী ছাতাটিকে ‘খুব বড় কিন্তু অকেজো ফ্যাশন অনুষঙ্গ’ আখ্যা দিয়েছেন।
আরেক উইবু ব্যবহারকারী লিখেছেন, ‘যতক্ষণ আমি গরীব থাকব, ততক্ষণ এর জন্য তারা আমাকে অর্থ খরচ করাতে পারবে না।’
তবে অনেকেই বুঝতে পারছেন এত কিছুর পরও ছাতাটি কেন আকর্ষণীয়। এক ব্যবহারকারী লিখেছেন, ‘যারা কিনতে ইচ্ছুক তারা বিলাস দ্রব্য ব্যবহার করে সেগুলোর মূল্য দেখানোর জন্য। বাস্তব ব্যবহার নিয়ে তাদের মাথা ব্যাথা নেই।’
গুচি ও অ্যাডিডাস যৌথভাবে তৈরি করেছে ছাতাটি। আগামী ৭ জুন এটি বাজারে আসবে। সমালোচনার জবাবে নিয়ে কোনও মন্তব্য করেনি গুচি ও অ্যাডিডাস। তবে গুচির এক মুখপাত্র বেইজিং ভিত্তিক ম্যাগাজিন কাইজিংকে বলেন, পণ্যটি প্রাত্যহিক ছাতা হিসেবে ব্যবহারের জন্য নয়। ভালো সংগ্রাহকদের কাছে এর মূল্য রয়েছে।
সূত্র : বিবিসি
বাংলা৭১নিউজ/এসএন