বাংলা৭১নিউজ, ডেস্ক: লা লিগায় আর একটি করে ম্যাচ বাকী। শিরোপার দাবীদার দুই দল। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলেরই পয়েন্ট ব্যবধান মাত্র এক। এমন সমীকরণে বার্সাই স্বাভাবিক নিয়মে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে।
শিরোপা-নির্ধারণী লা লিগার শেষ ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ গ্রানাডা। শনিবার গ্রানাডার মাঠে খেলতে নামবেন মেসি-নেইমাররা। এই ম্যাচে হারলেই ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেতে পারে রিয়ালের। যে কারণে গ্রানাডার বিপক্ষে জয়ের বিকল্প নেই লুইস এনরিকের শিষ্যদের।
এমন পরিস্থিতিতেই বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ! তারা নাকী গ্রানাডার ফুটবলারদেরকে ঘুষ দেওয়ার চেষ্টা করছে।
তবে এমন বিষয়কে অস্বীকার করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোয়ান গ্যাসপার্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘এ কথা যেই বলুক না কেন সে মিথ্যাবাদী।’ এসময় গ্যাসপার্ট আরও বলেন, ‘আমি ফুটবল এবং এর সততায় বিশ্বাসী। এমন বিষয় যদি আবিস্কার করা হয় তাহলে এর তদন্ত হোক। তারপর জড়িত থাকা ক্লাবগুলোকে শাস্তি প্রদান করা হোক।’
২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত বার্সেলোনার সভাপতি ছিলেন গ্যাসপার্ট। ৭১ বছর বয়সী কাতালানদের সাবেক এই সভাপতি এসময় বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কড়া সমালোচনা করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফুটবলের জন্য রিয়াল মাদ্রিদ ক্ষতিকর। ফুটবলটাকে ধ্বংস করছে তারা।’
৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। সমানসংখ্যক ম্যাচে কাতালান ক্লাবটির চেয়ে রিয়ালের ১ পয়েন্ট কম। গ্রানাডার বিপক্ষে যদি বার্সা হার কিংবা ড্র করে আর রিয়াল যদি নিজেদের শেষ ম্যাচে দিপোর্তিভো লা করুণার বিপক্ষে জিতে যায় তাহলে শিরোপার হাসি হাসবে জিনেদিন জিদানের দল। আর গ্রানাডাকে হারালে লা লিগায় চ্যাম্পিয়ন হবে বার্সা।
বাংলা৭১নিউজ/এস