বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী রেলস্টেশন রোড এলাকার পূর্ব পাশে মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন জানান, সকাল ৭টার দিকে চৌমুহনী রেলস্টেশন রোডের পূর্ব পাশের দোকানগুলোতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে আশপাশ থেকে আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। তবে এখনও আগুন জ্বলছে। প্রায় এক ঘণ্টার উপর চেষ্টা করেও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
আগুন লাগা দোকানগুলো বেশিরভাগই ক্রোকারিজ, প্লাস্টিক সামগ্রীসহ বিভিন্ন রকমের পণ্যের দোকান।
বাংলা৭১নিউজ/এএইচ