রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

চিকিৎসকদের আন্তরিকভাবে সেবা দেওয়ার আহবান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হকের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৪৮৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হক এমপি।

বাংলা৭১নিউজ, আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: আন্তরিকভাবে চিকৎসা সেবা দিলে মানুষ যেমন খুশি থাকেন তেমনি আল্লাহতায়ালাও সন্তুষ্টি হন। মনের তৃপ্তি লাভের পাশাপাশি আল্লাহ’র কাছ থেকেও ইহকাল এবং পরকালে পুরস্কার পাওয়া যায়।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি একথা বলেন।

তিনি আরো বলেন, চিকিৎসকদের দায়িত্ব কর্তব্য অনেক। মন থেকে এসব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। অর্থ উপার্জনে অন্যের দ্বারা প্রলুদ্ধ না হয়ে রেগীর সেবা দিতে হবে। বিনা প্রয়োজনে অহেতুক পরীক্ষা-নিরীক্ষা  না করানোর জন্যও চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার দুপুরে ফিতা কেটে সাতক্ষীরা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ রুহুল হক এমপি।

সরকারি চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, হাসপাতালে ১০ টায় যেয়ে ১২ টায় বেরিয়ে না এসে রোগীর পিছনে বেশি সময় ব্যয় করুন। এতে প্রাকটিসের জস বাড়বে বই কমবে না। নিজেও এমনিভাবে রোগীর সেবা দিয়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, গরীব মানুষদের পাশে সময় ব্যয় করলে তারা যেমন খুশি হন তেমনি আল্লাহও খুশি হন।

সাবেক এই মন্ত্রী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের প্রতিও মানুষের সেবা দানের আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ডায়াগনষ্টিক সেন্টারের উপদেষ্টা এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক মোঃ ইফখেতার হোসেন, সাবেক এমপি এ কে এম ফজলুল হক, সাবেক এমপি মুনসুর আহমেদ, সাবেক এমপি ডাঃ মোখলেছুর রহমান, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডাঃ আজিজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com