শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন

চার মেয়াদের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার রেকর্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড। এর আগে কেউ চতুর্থবার প্রধানমন্ত্রী হননি।

সোমবার বিকাল তিনটা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই শপথবাক্য পাঠ করান আওয়ামী লীগ সভাপতিকে। প্রথমে তিনি সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন ও পরে গোপনীয়তার শপথ নেন।

এই অনুষ্ঠান শুরু হয় বেলা সাড়ে তিনটায়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

রাষ্ট্রপতির কাছে দুই ধরনের শপথবাক্য ‍উচ্চারণের পর শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু কন্যা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯৬ সালের ২৩ জুন। এরপর ২০০৯ সালের ৬ জানুয়ারি, ২০১৪ সালের ১২ জানুয়ারিও তিনি সরকার প্রধান হিসেবে শপথ নেন।

বঙ্গবন্ধু কন্যার ক্ষমতায় ফেরার আগে দীর্ঘ সময় তাকে লড়াই করতে হয়েছে রাজপথে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকার কারণে তিনি ও তার বোন শেখ রেহানা বেঁচে যান। ওই রাতে হত্যা করা হয় তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের স্বজনদের।

ছয় বছর পর ১৯৮১ সালে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দেশে ফেরেন শেখ হাসিনা। এর ১৫ বছর পর তার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। আর সেই থেকে মাঝে কেবল ২০০১ সালে তিনি সরকার গঠন করতে পারেননি।

বাংলাদেশে এর আগে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালে প্রধানমন্ত্রী হন।

বাংলা৭১নিউজ/জেড এইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com