উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ৮৭ উপজেলায় দুপুর ১২ পর্যন্ত প্রথম চার ঘণ্টায় গড়ে ভোট ২০ শতাংশের কম ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলম।
বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বিক্ষিপ্তভাবে ভোটের হার পেয়েছি। এতে দেখা গেছে, কোথাও ১৭, কোথাও ১৮ ও কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে। মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০। এর মধ্যে অর্ধেক তথ্য পেয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ