বাংলা৭১নিউজ,(পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী গ্রাম প্রশাসন কর্তৃক লকডাউন করা হরয়ছে। উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামে বৃহস্পতিবারে হঠাৎ বাহিরের লোকজনের আনাগোনা বৃদ্ধি পেলে এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বিষয়টি চাটমোহর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবগত করলে প্রশাসন তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন সরকারি ছুটি ঘোষনার পর ঢাকা, চট্রগ্রাম, মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে কাটাখালীতে ৪৮জন ব্যক্তি এসেছেন।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ গোলাম রায়হান বৃহস্পতিবার রাত ১০টা দিকে উপস্থিত হয়ে কাটাখালী গ্রামের ৪৮টি বাড়ি তালাবদ্ধ করে দেন এবং ওই গ্রামকে লকডাউন ঘোষনা করেন। তিনি জানান কাটাখালী গ্রামে কেউ ঢুকতে বা বের হতে পারবেন না।
কেউ লকডাউন ঘোষনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোরভাবে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সেও মেডিকেল অফিসার ডা. মোঃ রুহুল কুদ্দুস ডলার, থানা অফিসার ইন চার্জ শেখ মো: নাসীর উদ্দিন সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চাটমোহরের কাটাখালী গ্রাম এই প্রথম উপজেলার মধ্যে লকডাউন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস