বাংলা৭১নিউজ, (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সীমিত পরিসরে টিসিবি পণ্যের বিক্রি শুরু হযেছে। টিসিবি পণ্য বর্তমান বাজার দরের চেয়ে কম হওয়ায় মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে, তবে কেউ মানছেন না সামাজিক দূরত্ব। পৌর সদরের বিভিন্ন পয়েন্টে কয়েকদিন ধরে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।
টিসিবির গাড়ীতে চিনি কোিজ প্রতি ৫০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা এবং মশুরের ডাল প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকায় অনেকে টাকা নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ফিরে যাচ্ছেন।
ক্রেতাদের ভীড়ের কারণে কেউ মানছেন না সামাজিক দূরত্ব এবং কেউ মাস্কও পড়ছেন না। টিসিবি ডিলার মোখলেছুর রহমান জানান চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার পৌর এলাকায় ট্রাকে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে।
চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান জানান টিসিবি পণ্যর দাম কম হওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে, কিভাবে অধিক মানুষকে এসব পণ্য দেয়া যায় এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
বাংলা৭১নিউজ/এবি