বাংলা৭১নিউজ,(পাবনা)প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে চাচা লকাই ঘোষের বিরুদ্ধে। রোববার (২৯ মার্চ) দুপুরে শাকিব হোসেনকে (১৭) মারধর করার পর চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
শাকিব উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইদার ঘোষের ছেলে। সে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিল।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন আলম জানান, রোববার দুপুরে বাড়ির পাশে ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচা লকাই ঘোষের সঙ্গে ভাতিজা শাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লকাই ঘোষ শাকিবকে চর থাপ্পড় মেরে ধাক্কা দেন। এ সময় গাছের গুড়ির সঙ্গে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় শাকিব। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে শাকিব মারা যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি ও মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এসআর