ভোলায় চাকরির নামে ডেকে এনে আটকে রেখে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ১টা ৪৫ মিনিটের দিকে শহরের কালীবাড়ি রোডের ৩ নম্বর ওয়ার্ডের আজাদ পাটোয়ারীর বাসার চারতলা ভবনের নিচতলা থেকে ভুক্তভোগী এক নারীকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইব্রাহীম (৪০), মো. দুলাল (৪০), মো. ফিরোজ (৪০), মো. আজাদ পাটোয়ারী (৫৩) ও মোসা. জিনিয়া আক্তার (২০)।
বুধবার (৫ এপ্রিল) ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নারীদের চাকরি দেওয়ার নামে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ স্বীকার করেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ভাড়া বাসায় নারীদের আটক রেখে এই ব্যবসা পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, এ বিষয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ