বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ২

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৬৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান থানার শাহাজাদপুরের সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। সূর্যবিডি সিকিউরিটি সার্ভিসে নিয়োগের বিজ্ঞাপন দিয়েই তারা প্রতারণা করে আসছিলো বলে র‌্যাব জানিয়েছে।

প্রতারণার অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন- নিরঞ্জন সরকার (৪৮), ও বিকাশ বড়ুয়া (৪৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৭০টি ভিজিটিং কার্ড, ১১টি ভর্তি ফরমের প্যাড, চাকরি প্রত্যাশীদের ৪০টি ভর্তি ফরম ও ১টি আয়-ব্যয়ের রেজিস্ট্রার খাতা জব্দ করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিভিন্ন অনলাইন পোর্টাল, পত্রিকা, লিফলেট ও বিভিন্ন ওয়েব সাইটে লোভনীয় বেতনে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে আসছিলো। এই প্রতারক চক্রের মূলহোতা নিরঞ্জন সরকার। সে কথিত সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লিঃ কোম্পানির এমডি। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার যুবক যুবতীদের আকৃষ্ট করে।

চাকরি প্রত্যাশীরা তাদের সুদৃশ্য অফিসে এলে তারা জানাতো কোম্পানির অফিস এক্সিকিউটিভ অফিসার, কাষ্টমার সাপ্লাই অফিসার, জুনিয়র অফিসার, কাষ্টমার রিলেশন অফিসার, মার্কেটিং ম্যানেজার, টেলি মার্কেটিং অফিসার, রিক্রুটিং অফিসার পদে চাকরি খালি আছে। যেগুলির প্রতিটিতে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন। এরপর তারা চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে কোম্পানিতে ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা এবং চাকরিতে যোগদান ফি বাবদ ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে নিতো।

ভুক্তভোগী বেশ কয়েকজনের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১১ অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে বৃহস্পতিবার রাতে গুলশানে সূর্যবিডি সিকিউরিটি সার্ভিস লি. এর ঐ অফিসে অভিযান চালায়। সেখানে দুই প্রতারককে গ্রেফতার করে। এ ব্যাপারে ঢাকার গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com