বাংলা৭১নিউজ, বি এম হান্নান, চাঁদপুর প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান।
তিনি বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোনো সরকারের সময় হয়নি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।
তিনি আরো বলেন, আমি দীর্ঘসময় পেশাদার সাংবাদিক হিসেবে কর্মরত। বর্তমানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। এ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, ডা. হারুন-অর-রশিদ সাগর।
বাংলা৭১নিউজ/জেএস