সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেরপুরে কমছে নদ-নদীর পানি, বন্যা পরিস্থিতির উন্নতি কর্মচারী হত্যায় হাজী সেলিমসহ ৩ জনকে গ্রেফতার দেখানো হলো করাচি বিমানবন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ চীনা নাগরিক

চা-বিড়ি খেতে ৪ হাজার টাকা চাঁদা নিলেন দুই ছাত্রলীগ নেতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ(রাজশাহী)প্রতিনিধি: এক দোকানির কাছ থেকে চার হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। তবে দুই নেতার দাবি, চাঁদা নয়, চা-বিড়ির খরচ নেয়া হয়েছে।

ভুক্তভোগী বাবু বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনের খাবারের দোকানদার। খাবারে ইটের খোয়া পাওয়ার অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে না জানানোর শর্তে এ টাকা নেন দুই ছাত্রলীগ নেতা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত এবং ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য নাইমুর রহমান দূর্জয়। তারা রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী।

ক্যাম্পাস সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বাবুর দোকানে খাবারের প্লেটে ইটের খোয়া পায় ছাত্রলীগ নেতা দূর্জয়ের পরিচিত এক ভর্তিচ্ছু ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সৈকত। খাবারে ইটের খোয়া পাওয়ার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের দপ্তরে অভিযোগ দেয়ার হুমকি দিয়ে দূর্জয়কে ডেকে আনেন তারা।

তখন দূর্জয় ফোন করে ডেকে নিয়ে আসেন ছাত্রলীগ সহ-সভাপতি বৃত্তকে। বৃত্ত এসে নানাভাবে হুমকি দিতে থাকেন দোকানি বাবুকে। পরে প্রক্টরকে না জানানোর শর্তে তাদেরকে ১৫০০ টাকা দিতে রাজি হন বাবু।

কিন্তু দূর্জয় এবং বৃত্ত কোনোভাবেই পাঁচ হাজার টাকার নিচে নিতে রাজি হচ্ছিলেন না। এরপর ১৫০০ টাকা থেকে দুই হাজার এবং পরে ২৫০০ টাকা দিতে রাজি হন বাবু। টাকায় মিটমাট না হলে বার বার প্রক্টরের কাছে অভিযোগ দেয়ার ভয় দেখান তারা।

একপর্যায়ে চার হাজার টাকায় মিটমাট হয়। দোকানি বাবু ছাত্রলীগ কর্মী দূর্জয়ের হাতে চার হাজার টাকা দেন। টাকাগুলো সৈকত এবং দূর্জয়ের ভর্তিচ্ছুদের মধ্যে দুই হাজার টাকা করে ভাগ করে দেয়া হয়। সৈকত টাকা পাওয়ার কথা স্বীকার করেছেন। ঝিনাইদহ থেকে আসা দূর্জয়ের পরিচিত ভর্তিচ্ছুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।

এ বিষয়ে নাইমুর রহমান দূর্জয় বলেন, আমি বৃত্ত ভাইকে ফোন দিয়ে ডাকলাম। ভাই এসে বাবু ভাইয়ের সঙ্গে কথা বললেন। বাবু ভাই বললেন আমি এদের চা-বিড়ির খরচ দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে তখন ভর্তি পরীক্ষা চলছিল। তারা প্রক্টরের কাছে গেলেও প্রক্টরকে পেতো না। ঝামেলা করার চেয়ে এভাবেই শেষ করে দেই ভাবলাম। তবে খাবারে যে ইটের খোয়া পাওয়ার জন্য টাকা নিয়েছেন সে খোয়া আমি দেখিনি।

জানতে চাইলে ছাত্রলীগ সহ-সভাপতি বৃত্ত বলেন, আমি কোনো টাকা নিইনি। বাবুর দোকানে এ ধরনের খাবারের সমস্যা কথা প্রায়ই শোনা যায়, আপনারাও জানেন। আপনারা সাংবাদিকরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? তাদের মধ্যে সমস্যা হচ্ছিল আমি গিয়ে মিটমাট করে দিয়েছি। আমি সেখানে বিন্দুমাত্র দাঁড়াইনি। আমার পা ধরার মতো অবস্থা করেছে বাবু। কিন্তু আমি এতে নিজেকে জড়াতে চাইনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। দোকানদারের বিরুদ্ধে অনেক অভিযোগ। কারও কাছ থেকে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে আমার কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেব।

এর আগে ইমরান হোসেন নামের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের এক শিক্ষার্থীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে সুরঞ্জিত প্রসাদ বৃত্তসহ চারজনের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ী ও ছাত্রদল কর্মী আখ্যা দিয়ে তার থেকে ১০ হাজার টাকা চাঁদাবাজি করেন তারা। বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটেছিল।

বাংলা৭১নিউজ/এনএফ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com