বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। আজ সোমবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোস্তাক আহমেদের সহকর্মী সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করে গত বৃহ¯পতিবার বাসায় ফেরেন তিনি। তবে এর পরের দিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সোমবার বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলা৭১নিউজ/জেএস