বাংলা৭১নিউজ, ঢাকা: রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য (এমপি) এবং রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু জানান, তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ধানমণ্ডি এলাকার বাসা থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনন তিনি।
তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস