বাংলা৭১নিউজ, নাজিম বকাউল, ফরিদপুর থেকে : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রাম ও ফাজেলখার ডাঙ্গী গ্রামের পদ্মা নদীর পাড় ঘেষে এলাকায় তীব্র ভাঙনে বৃহস্পতিবার এক বসতভিটে সহ ৬ একর ফসলী জমি বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি হলো-উপজেলা ফাজেলখার ডাঙ্গী গ্রামের মৃত চান্দুল্ল্যা শিকদারের ছেলে আলমগীর শিকদার (৫৫)। ক্ষতিগ্রস্থ পরিবারটির বসতঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জানা যায়, গত ক’দিন ধরে উপজেলা পদ্মা নদীতে খড়ো ¯্রােত প্রবহমান। গত দু’দিন ধরে উপজেলায় দিনের বেলায় প্রচন্ড তাপদাহ থাকলেও রাতের বেলায় বৈরী আবহাওয়ার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি বিদ্যমান থাকে। বৃহস্পতিবার ভোররাতে তীব্র ভাঙনে উপজেলার ফাজেলখার ডাঙ্গী গ্রামের পদ্মার পাড় ঘেষে প্রায় তিন একর ফসলী জমি বড় বড় চাপড়া নিয়ে একের র এক পদ্মার গর্ভে বিলীন হয়। এ সময় এলাকায় হৈ হুল্লোল শুরু হলে গ্রামবাসীর সহায়তায় সরিয়ে আনা হয় আলমগীর শিকদারের বসত ঘরগুলো। একই সাথে পার্শ্ববতী বালিয়া ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সড়কের মাথায় পদ্মা পাড় এলাকায় বিলীন হয় আরও অন্ততঃ তিন একর আমন ধানী জমি। এতে উক্ত বেড়িবাঁধ ঘেষে বসবাসরত শতাধিক পরিবার পদ্মা নদীর চরম হুমকীর মধ্যে রয়েছে বলেও জানা যায়। বৃহস্পতিবার দুপুরে ওই পদ্মা পাড়ের বসতি শেখ মোনসুর, বাবুল মন্ডল ও কাশেম মন্ডল সহ অনেকের আকুতী “ সরকারের কাছে আমাগো আর কোনো চাওয়া পাওয়া নাই, শুধু পদ্মা ডারে বাইন্ধা দিক”
বাংলা৭১নিউজ/জেএস