রবিবার, ২৬ মে ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৩১ বছর পর জার্মান কাপ জিতলো লেভারকুসেন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, ঘূর্ণিঝড় আইলার মতোই ভয়ঙ্কর রেমাল হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে ‘এ পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে’ দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ আইএসপিআরের ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা রেকর্ড গড়ে বড় পতনে সোনা উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২ ছুঁই ছুঁই এমপি আনার হত্যা: অপরাধী হলে শিলাস্তির বিচার চান দাদা ভারতীয় প্রতিষ্ঠানকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সালমান এফ রহমানের ডলার সংকটে আমদানি কম, রাজস্ব ঘাটতি ৬৭ কোটি ৮৯ লাখ টাকা রামপুরায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

চর ভদ্রাশনে গ্রীন এনার্জি ফাউন্ডেশনের সৌর বাতি বিতরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৮৭৪ বার পড়া হয়েছে
চর ভদ্রাশনের হাজারবিঘার চরে সৌর বাতি বিতরণ করছেন ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল বড়ুয়া।

 বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: মানবতার জন্য আলো এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার চর ভদ্রাশনের হাজার বিঘার চর দ্বীপে দুই হাজার সৌর বাতি বিতরণ করা হয়েছে।

রাতের আধারে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা, শিশুর লেখাপড়ার বিকাশ ও শ্রমজীবী দরিদ্র মহিলাদের মাঝে এই বাতি বিতরণ করেন ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপাল বড়ুয়া।

“জায়েদ সাস্টেনিবিলিটি প্রাইজ”এর আহবানে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠাণ এবং দরিদ্রজনগোষ্ঠির মাঝে ১০ হাজার সৌর বাতি বিতরণের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসাবে বাংলাদেশেও এই বাতি বিতরণ করা হলো। এবছর বিশ্বের ৫টি দেশে এই বাতি বিতরণ করা হয়। যার মধ্যে বলিভিয়া, কেনিয়া ও বাংলাদেশ রয়েছে। আগামী ৯ জানুয়ারি ফাউন্ডেশনের মূল অনুষ্ঠাণটি হবে সংযুক্ত আরব আমিরাতে। মৃত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

জায়েদ সাস্টেনিবিলিটি ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন খাতে প্রতিবছর সাড়ে ৪ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হয়। ২০০৯ সালে নবায়নযোগ্য জ্বালানির উপর বিশেষ অবদান রাখার জন্য জনাব বড়ুয়া বাংলাদেশের হয়ে  প্রথম  এই পুরস্কার পান।

সৌর বাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপাল বড়ুয়া বলেন, হাজারবিঘার চর দ্বীপে স্কুল শিক্ষার্থী, স্থানীয় দোকানদার, জেলে ও তাদের পরিবার, নারী ও শিশুসহ স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মাঝে যে সৌর বাতি বিতরণ করা হলো, এর মধ্যে দিয়ে এখানকার দরিদ্রজনগোষ্ঠি অনেকটাই উপকৃত হবেন।

জায়েদ সাস্টেনিবিলিটি পুরস্কারের পরিচালক ডঃ লামা ফাওয়াজ বলেন, ‘গাইডিং লাইট’ প্রচারাভিযান বিশ্বব্যাপী ইতিবাচক সামাজিক পরিবর্তন আনবে। আমরা এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির রাতের আধারকে আলোকিত করে দিতে চাই। আশা করি, চর ভদ্রাশনের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি আংশিক হলেও এই বাতির মাধ্যমে উপকৃত হবেন।

উল্লেখ্য, “জায়েদ সাস্টেনিবিলিটি ফাউন্ডেশন” ২০১৯ সালের এপ্রিলে স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com