বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ১০ম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে সিলেট থান্ডার্স। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি মোসাদ্দেক হোসেনের নেতৃত্বাধীন দলটি। চট্টগ্রামের সাগরিকায় জয়ের ভাগ্যে ফিরতে চায় সিলেট।
অন্যদিকে ঢাকায় তিন ম্যাচ খেলে দুটিতে জয় পাওয়া চট্টগ্রাম নিজেদের ঘরের মাঠে অবশ্যই চাইবে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে।