বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাতির পায়ে পিষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল আলম।
বুধবার সকালে উপজেলার জঙ্গল আমুচিয়ার বড়খীল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল আলম উপজেলার উত্তর কড়লডেঙ্গার ছদর আলী চৌকিদারবাড়ির মৃত হাকিম মিয়ার ছেলে।
বোয়ালখালী থানার ওসি শেখ মো. নেয়ামতউল্লাহ জানান, সকালে পাহাড়ের কাছে জমি দেখতে যায় আবদুল আলম। এ সময় পাহাড় থেকে লোকালয়ে আসা হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/পিআর