বাংলা৭১নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় রবিবার দিবাগত রাত ১২ টার দিকে মোটরসাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। এ দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নগর পুলিশের বন্দর জোনের সহকারি কমিশনার কামরুল হাসান জানান, একটি কাভার্ডভ্যান কাস্টমস ব্রিজের উপর মোটরসাইকেলটিকে চাপা দিলে একজন ঘটনাস্থলেই মারা যান। অপর জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এন