বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামে প্রাইভেটকারে করে একটি মৃতদেহ সমুদ্রে ফেলে দিতে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। নগরের আকবরশাহ থানা এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা সে ব্যক্তিকে হত্যার পরে লাশটি গুম করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে আকবরশাহ থানাধীন কাট্টলী সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।
জানা গেছে, চার যুবক গাড়িটি ভাড়া নিয়েছিল। পথিমধ্যে তারা চালককে হত্যা করে লাশ গুম করে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গাড়িটি দুর্ঘটনায় পড়লে স্থানীয়রা উদ্ধারের সময় পেছনের সিটে লাশ দেখে সন্দেহ করে দুই আরোহীকে আটক করে। অপর দুজন পালিয়ে যায়।
আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সে ব্যক্তিকে হত্যার পর প্রাইভেটকারে করে সমুদ্রে লাশ ফেলে দিতে নিয়ে যাচ্ছিল চারজন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দু’জনকে আটক করে। প্রাইভেটকার থেকে লাশটিও উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জন পালিয়ে যায়।
পলাতকদের সন্ধানে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুজন থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলা৭১নিউজ/এস.এম