চট্টগ্রামে অপরাধের আখড়া হিসেবে পরিচিত জঙ্গল ছলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয়। শেষ হয় রাত ১টার দিকে। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর বাহিনীর সদস্য বলে জানায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, অভিযান চালিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রবিবার বেলা ১১টায় ব্যাটালিয়ান সদর দপ্তর পতেঙ্গায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ