বাংলা৭১নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামে ইব্রাহিম মানিক (৩৪) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ দুপুর ১টার দিকে কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, দুপুরে ইব্রাহিম মানিক নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘নিউমার্কেট এলাকায় গুলি করে এক যু্বককে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
বাংলা৭১নিউজ/এন