বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পূরবী সিনেমা হল ও একটি সুতার গুদাম। চট্টগ্রামের চাক্তাই এলাকায় লাগা আগুনে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তিনতলা বিশিষ্ট পূরবী সিনেমা হল ও এর পাশের মাছ ধরার সামুদ্রিক জাল ও সিনথেটিক সুতার একটি বিশালাকার গুদাম পুড়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস