শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর: বোয়ালখালীতে কিছুটা হতাশা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,এম এস এমরান কাদেরী,বোয়ালখালী,(চট্টগ্রাম)প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বুধবার (২১মার্চ) চট্টগ্রাম সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নানা রঙে সেজেছে সভাস্থল পটিয়াসহ জেলার বিভিন্ন অলিগলি। এ নিয়ে সর্বত্র আনন্দের বন্যা বয়ে গেলেও বোয়ালখালীবাসির মাঝে কিছুটা হতাশা লক্ষ করা যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের তালিকায় জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার কোটি টাকার প্রায় ৪১টি প্রকল্প স্থান পেলেও বোয়ালখালী উপজেলার একটি প্রকল্পের নামও নেই এ তালিকায়। এমনকি ৩০দশকে নির্মিত বর্তমানে মেয়াদোত্তীর্ণ ও জনগুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধকালীন অনেক স্মৃতি বিজড়িত কালুরঘাট সেতুটির নাম ও স্থান পায়নি এ তালিকায়। অথচ এ সেতু ব্যবহারকারী দক্ষিণ চট্টগ্রামের কয়েক লক্ষ মানুষের দীর্ঘ প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রীর এবারের চট্টগ্রাম সফরে তাদের চির দুঃখের কালুরঘাট সেতুটি প্রাধান্য পাবে বেশি করে। কারণ চলতি এ মার্চ মাসেই সেতুর কাজ উদ্বোধন হবে বলে এতদিন স্থানিয় নেতৃবৃন্দরাও এলাকাবাসিকে আশারবাণি শুনিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তা আর হল না। ফলে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে হতাশা আর ক্ষোভ।
অথচ এখানে একটি সড়কসহ রেল সেতু নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ। সেতু বাস্তবায়ন পরিষদসহ বিভিন্ন ব্যানারে মিছিল মিটিং মানববন্ধনসহ শান্তিপূর্ণ নানা সচেতনতা কর্মসূচির মাধ্যমে বিষয়টা নিয়ে তারা অনেকদূর এগিয়েছে।
রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, কালুরঘাট সেতুর কাজ অনেকটাই এগিয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান অর্থ দিচ্ছে। ফিজিবিলিটি স্টাডির কাজ ও কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর এবারের সফরে ভিত্তিপ্রস্তর স্থাপন না হলেও চেষ্টা থাকবে যাতে তিনি এই সেতুর ঘোষণাটা অন্ত:ত দেন বোয়ালখালীসহ দক্ষিন চট্টগ্রামের মানুষের প্রায় তিন যুগের ও অধিক সময়ের দীর্ঘ প্রতিক্ষিত ও আশা আকাঙার প্রতীক কালুরঘাট সেতু নিয়ে। উল্লেখ্য দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগি সংস্থা ইকনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) এর সাথে বাংলাদেশ সরকারের ৫০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি গত ৩ডিসেম্বর সম্পন্ন হয়েছে।
এ চুক্তির মধ্যে ১১৪৬ কোটি টাকা বরাদ্ধ রয়েছে কালুরঘাটে সড়কসহ রেলসেতু নির্মানে। ২০২০ সাল নাগাদ পর্যায়ক্রমে এ অর্থ ছাড় হবে রেলের একটি সূত্রে জানাগেছে। এ সময় চুক্তির একদিন পর রেলপথ মন্ত্রানালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি’র বরাত দিয়ে কালুরঘাট সেতু বাস্থবায়ন পরিষদের আহবায়কও যুগ্ম-আহবায়ক যথাক্রমে আবদুল মোমিন ও সাংবাদিক মুস্তফা নঈম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, চলতি মার্চেই এ চুক্তি মোতাবেক সেতুর কাজ আরম্ভ হবে। কিন্তু মার্চের শেষ প্রান্তে এসেও এর কোন অগ্রগতি না দেখে তারাঁ ও রয়েছেন হতাশায়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com